ঝিনাইগাতীতে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় প্রায় ৫শত পরিবারের মানুষকে। এ দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া গ্রামের আল মামুন (মামুন স্যার), মোস্তাফিজুর রহমান ফিজু, গোলাম মোস্তফা, সানাউল হক সানা, মোক্তার হোসেন ভট্টু, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, এলাকাবাসী এবং প্রগতিশীল যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ঘাগড়া মোস্তফার দোকান হতে আঃ আওয়ালের বাড়ী পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা সংস্কার করছেন। ইতোমধ্যে এ রাস্তার ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ আগামী দুয়েক দিনের মধ্যেই শেষ হবে। এলাকাবাসী রাস্তাটি পাঁকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। Related posts:বাড়ি গিয়ে শিশুদের ঈদ উপহার পৌছে দিলেন সেচ্ছাসেবী সংগঠনের তরুণরাঝিনাইগাতীতে গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপনতীব্র তাপপ্রবাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে সাবেক এমপি শ্যামলীর বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ Post Views: ২৫৫ SHARES শেরপুর বিষয়: