নালিতাবাড়ীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস, জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এ অভিযানে মোট ২৫টি দুয়ারী কারেন্ট জাল এবং দুটি দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত ৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট দোকানদারদের পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, নদী ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। Related posts:গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে নকলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলনালিতাবাড়ীতে ভোজ্যতেল হিসেবে সরিষার তেলকে জনপ্রিয় করতে প্রশাসনের বিশেষ উদ্যোগনকলা প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদন আহবান Post Views: ৪১ SHARES শেরপুর বিষয়: