নকলায় ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলছে নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বিদ্যালয়টি রক্ষায় কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থীর পাঠদানের অত্র এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। কয়েক বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরানো বা বিদ্যালয় ভবনটি রক্ষার্থে নদের পার ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। নদীভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষা বা স্থানান্তর নিয়ে নকলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জুয়েল বলেন, আজ সকালে আমি বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে দেখতে পেলাম নদ থেকে প্রায় ১৩ ফুট দূরে বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ভাঙনকবলিত বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। Related posts:শেরপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যুঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে অসহায় মানুষের মাঝে সেমাজসেবক আবু বক্কর সিদ্দিক তোতার খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ২১৫ SHARES শেরপুর বিষয়: