শেরপুরে ট্রলিচাপায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ট্রলিচাপায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আয়েশা আক্তার শম্পা (১৬) নামে এক ছাত্রী আহত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকায় ইনস্টিটিউটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহত শম্পা পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার বেলটিয়া এলাকার আক্তারুজ্জামানের মেয়ে। এদিকে ওই ঘটনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়ে ছাত্রী হোস্টেলে যাবার সময় একটি চালবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলি শম্পাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে শম্পার সহপাঠীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে স্পিড ব্রেকার বসানো, সার্বক্ষণিক ট্রাফিক নিয়োজিত করাসহ ৬ দফা দাবিতে ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হোন। পরে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, ঘটনার বিষয়ে খবর পেয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে অবস্থান নিয়ে তাদের যৌক্তিক দাবি-দাওয়ার পক্ষে লড়ে যাওয়ার আশ্বাসে তাদেরকে শান্ত করা করি। কোন প্রকার বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর রাখা হচ্ছে। তিনি আরও জানান, ওই এলাকায় দুর্ঘটনারোধে মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে দাবি-দাওয়া পেশ করা হবে।