শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাসুম মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুরান শ্রীবরদী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় বাবুল মিয়ার ছেলে ও শ্রীবরদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ঘটনায় নিহত মাসুম মিয়ার পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা যায়, মাসুম মিয়া পড়ালেখার পাশাপাশি ইলেকট্রিকের কাজ করতো। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রতিবেশী জয়নাল আবেদীনের ঘরে সিলিং ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় মাসুম। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। Related posts:স্বামীর গরম তেলে দগ্ধ স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুশেরপুরে পীরের দরবারে লুটপাট, পোড়ানো হলো ১০ গাড়িনকলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: