নালিতাবাড়ীতে উপজাতি শিশু ধর্ষনের অভিযোগে কিশোর আটক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে গারো শিশু ধর্ষনের অভিযোগে আদিবাসী কিশোর আটক করেছে পুলিশ। ২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধর্ষনের ঘটনার পর শুক্রবার মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ তাকে আটক করে। শনিবার অভিযুক্ত কিশোরকে আদালতে সোর্পদ করেছে পুলিশ। এদিকে ভুক্তভুগি শিশুটিকে মেডিক্যাল পরিক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সমেশ্চুড়া গ্রামের রবিন চিরানের ছেলে শীতল নখরেখ (১৬) গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বাতকুচি গ্রামের ছয় বয়সী ওই মেয়ে শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে লিচু বাগানে নিয়ে যায় এবং ধর্ষন করে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে স্বজনেরা কারন জানতে চান। এসময় শিশুটি ঘটনা খুলে বললে তাৎক্ষনিক স্থানীয়রা শীতলকে আটক করে এবং মারধর করে ছেড়ে দেয়। পরদিন শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
নালিতাবাড়ী থানার ওসি বসির আহমেদ বাদল জানান, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেছেন। প্রাথমিক ভাবে ওই শিশুটির ধর্ষনের আলামত পাওয়া গেছে।