জামালপুরে আরও ৮ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ গত ২৪ ঘন্টায় জামালপুরে নতুন করে আরও ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪৯জন। ৬ জুলাই রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে জামালপুরের প্রতিবেদনে ৮জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে জামালপুর সদরের ইকবালপুর, কাচারীপাড়া, মালগুদাম, পাথালিয়া, কলেজ রোড ও সদর উপজেলার তুলশীপুর এলাকার বাসিন্দা। এছাড়া অপরজন সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকার।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৬৪৯ জনের সদর ২৫১, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১৫, সরিষাবাড়ী ৬৭, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৯জন।
জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪৯ জনের চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৩২জন। মারা গেছেন নয়জন। বর্তমানে ২০১জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।