গত কয়েক দিনের অতি বর্ষণে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েক দিনের অতি বর্ষণ ও মহারশি নদীর পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদ্য রোপনকৃত আমন বীজতলাসহ শাক-সবজির ক্ষেত পানিতে আংশিক তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শত লোক। গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটগুলি কাদাযুক্ত হয়ে চলাচলের অনুপুযোগী হয়ে পড়েছে। এতে গ্রামাঞ্চলের সাথে উপজেলা সদরের যোগাযোগ সামান্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা বন্যার পানি মহারশী, সমেশ্বরী, কালঘোষা, কর্ণঝোড়াসহ অন্যান্য নদী দিয়ে বর্ষণের পানি নেমে আসায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এতে উপজেলার প্রায় ১০-১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলি হচ্ছে, কান্দুলী, ধানশাইল, বাগেরভিটা, আয়নাপুর, বিষ্ণপুর, দুপুরিয়া, বগাডুবি, চতল, রামনগর, বনগাঁও, জিগাতলা, সুরিহারা, রাঙ্গামাটিয়া, বগাডবিসহ পার্শ্ববর্তী এলাকা। এতে কৃষকদের বীজতলার আংশিক ক্ষতি হয়েছে।