ইসলামপুরে নৌকা ডুবে ১ জনের মৃত্যু ॥ নিখোঁজ ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুরে বিয়েবাড়ি থেকে ফেরার সময় নৌকা ডুবে বিদুৎ আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও একনজন নিখোঁজ রয়েছেন। ১৩ জুলাই সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত বিদ্যুৎ আক্তার চিনাডুলী ইউনিয়নের পূর্ববাবনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে দুটি নৌকা যোগে বিয়ে যাত্রী নিয়ে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে যাওয়ার পথে বলিয়াদহ ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে ২৫ থেকে ৩০জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠলেও বিদ্যুৎসহ ৩ জন নিখোঁজ হয়। চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ এলাকায় যমুনার শাখা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বরযাত্রীদের মধ্যে অন্যরা বেঁচে গেলেও পানিতে ডুবে মারা যায় বিদ্যুৎ। অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও এঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার করা মজনু (৫৭) ও মাহফুজ (১৬) নামে আহত ওই দুইজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত বিদ্যুৎ পূর্ব বামনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে ও নিখোঁজ আলফি একই গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ভোরে সেখানে কাজ করবে। অন্ধকার ও পানির প্রবল স্রোত আর গভীরতার কারণে অনুসন্ধান স্থগিত করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে নবাগত ইউএনওর মতবিনিময়মাদারগঞ্জে ৩ ধর্ষককে আটক করলো পুলিশআত্মগোপনে থাকা জঙ্গিরা অবস্থান জানান দিতে এই কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ৩৩৯ SHARES সারা বাংলা বিষয়: