বোমা বিস্ফোরণে কবজি উড়ে গেল র্যাব কর্মকর্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : যশোরে অভয়নগর উপজেলায় হাতবোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে শহিদুল ইসলাম নামে এক র্যাব কর্মকর্তার হাতের কবজি উড়ে গেছে। রোববার সকালে অভয়নগর থানা চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই র্যাব কর্মকর্তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহত শহিদুল ইসলাম খুলনার খালিপুর র্যাব-৬-এর কর্পোরাল (সার্জেন্ট)। তার বাড়ি সিলেটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খুলনা র্যাব-৬-এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিষ্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন। এ সময় প্রথম বোমাটি নিষ্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কবজি উড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। অভয়নগর থানা পুলিশ তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। Related posts:ফুলপুরে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতারশেরপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে তরুণীর মৃত্যু Post Views: ২১৯ SHARES সারা বাংলা বিষয়: