বকশীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে মাহিন মিয়া (১১) ও সোহান মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাহিন মিয়া পৌর এলাকার মেষেরচর এলাকার আকতার হোসেনের ছেলে ও সোহান মিয়া সীমারপাড়া গ্রামের তুফান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহর এলাকায় পৃথক পৃথক এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মাহিন মিয়া বাড়ির পাশে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া না গেলে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই ঘন্টা অভিযান চালিয়ে দুপুর আড়াই দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। অপরদিকে দুপুর ১টার দিকে পৌর এলাকার সীমারপাড় এলাকায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে খেলা করছিল সোহান। খেলার এক পর্যায়ে ডোবায় পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে সোহানের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার। Related posts:ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মারা গেলেন আরও ১০ জনকভিড ১৯ এর বৈশ্বিক সংকটে ‘জামালপুর অনলাইন প্রাইমারী স্কুল’প্রাথমিক শিক্ষাস্তরে নতুন ইনোভেশননারায়ণগঞ্জে দুই মেয়েসহ মাকে গলা কেটে হত্যা Post Views: ৩৯০ SHARES সারা বাংলা বিষয়: