জামালপুরে আরও ১৫ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৮৬৯ ॥ সুস্থ ৬৩৮ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ২৪ ঘন্টায় আরো ১৫ জনের করোনায় পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হলো ৮৬৯। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় আরো ১৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে জামালপুর সদরে ১১ জন, ইসলামপুর ২ জন, সরিষাবাড়ী ১ জন, বকশীগঞ্জে ১জন সংক্রমণ শনাক্ত হয়েছে। জামালপুর সদরের ১১জনের মধ্যে সর্দারপাড়া, জেনারেল হাসপাতাল, দিগপাইত, বোসপাড়া, জামালপুর, হিরু সড়ক, বাগের হাটা, কলেজ মোড়, প্রধান ডাকঘর, বেলতলী, পাথালিয়া। ইসলামপুরের কিংজাল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সরিষাবাড়ীর ভাটারা ও বকশীগঞ্জের একজন পৌরসভার ঝঙ্কার হল এলাকার বাসিন্দা। মোট আক্রান্ত ৮৬৯ জনের মধ্যে জামালপুর সদরে ৩৬০, মেলান্দহ ৯৩, মাদারগঞ্জ ৪৯, ইসলামপুর ১৪৮, সরিষাবাড়ী ১০৯, দেওয়ানগঞ্জ ৪১, বকশীগঞ্জ ৭০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩৮ জন এবং মৃত্যুবরর করেছেন ১১জন। Related posts:এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণজামালপুরে র্যাবের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার ১টার্মিনালে দুই বাসের চাপায় গৃহবধূ নিহত Post Views: ২৮২ SHARES সারা বাংলা বিষয়: