শেরপুরে বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র আওতায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইএসডিপি) ১ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ইএসডিপি আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার তরুণদের নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। সেজন্য বিনিয়োগের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এ ক্ষেত্রে তরুণদের কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ বিকাশে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হয়ে চাকরি খুজবে না, চাকরি দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ইএসডিপি প্রকল্পের জেলা সমন্বয়ক ও প্রশিক্ষক নাসিমুল শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ২৫ জন তরুণ উদ্যোক্তা অংশ নেন। Related posts:জামালপুরে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যুজামালপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবক গ্রেপ্তারশেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ গ্রেফতার-১০ Post Views: ২১২ SHARES সারা বাংলা বিষয়: