নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে সাজেদুল (১৫) নামে এক কিশোর। আহত হয়েছে আরও ২ কিশোর। এর মধ্যে গুরুতর আহত ফাইজুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ আগস্ট রবিবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে উপজেলার নন্নী ঈদগাহ মাঠ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুল নালিতাবাড়ী পৌর শহরের ৬নং ওয়ার্ডের গোবিন্দনগর মহল্লার মজিবরের ছেলে। আহত দুই কিশোরও একই মহল্লার। জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে নন্নী-তিনানী রোড দিয়ে একটি মোটরসাইকেলে করে কিশোর ৩ বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ইকোপার্কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নন্নী ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছলে একটি অটোবাইককে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। ওইসময় দ্রুতগতির মোটরসাইকেলটি তিন বন্ধুসহ ঈদগাহ মাঠের বাউন্ডারির দেয়ালে আঘাত লাগে ও তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুল নিহত হয়। আহত হয় সাথে থাকা অপর দুই কিশোর। তবে গুরুতর আহত ফাইজুরকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ছাত্রলীগ নেতা শাওনের উদ্দ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিলঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনরাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমান Post Views: ২৭৫ SHARES শেরপুর বিষয়: