নালিতাবাড়ীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে জিয়াউর রহমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট সোমবার বিকেলে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জিয়াউর স্থানীয় দুদু মিয়ার ছেলে ও নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের ছাত্র।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে সোমবার কলেজছাত্র জিয়াউর রহমান নিজেদের কৃষি জমিতে আমন ধানের চারা রোপন করছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ বৃষ্টি শুরুর পর আকস্মিক বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয় জিয়াউর। পরে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউরকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।