করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিলেন শেরপুরের পুলিশ সুপার আজীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিতে এবং ঈদের খাবার পৌঁছে দিতে নিজেই হাসপাতালে ছুটে গেলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। জেলা ট্রাফিক পুলিশে কর্মরত ওয়াহেদুল ইসলাম নামে তার ওই সহকর্মী বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১ আগস্ট শনিবার ঈদের দিন দুপুরে তিনি ওই সহকর্মীর খোঁজ নিতে যান। ওইসময় পুলিশ সুপার আজীম প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদের বাড়ি পার্শ্ববর্তী জেলা জামালপুর শহরের রামনগর গ্রামে। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। প্রায় দুই বছর আগে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন তিনি। ৩১ জুলাই শুক্রবার ঈদের আগের দিন ওয়াহেদুল ইসলামের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। ঈদের দিন দুপুরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এবং তার জন্য দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া ঈদে তার পুরো পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড়সহ নানা ধরনের উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছেন তিনি। ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদ পুলিশ সুপারের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। Related posts:নকলায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণশেরপুরে পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর বিদায় সংবর্ধনাঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ Post Views: ২৫১ SHARES শেরপুর বিষয়: