শেরপুরে পুলিশের সাথে শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর থানার আয়োজনে বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে ‘মহাসড়কে চাঁদাবাজী রোধ, সড়কে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন মেনে চলা ও করোনা পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার রাতে নিউ মার্কেটস্থ শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, শ্রমিকনেতা আরিফ রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতা সজিব মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, টিআই জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রহমান, শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, কভার্ডভ্যান ও ট্যাংকলড়ি চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি, শ্রমিকনেতা ফারুক আহমেদ প্রমুখ।