শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৭ মে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন জুলাই আন্দোলনে আহত সি ক্যাটাগরির ৪৪ জনের মাঝে এক লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। Related posts:শেরপুরের নালিতাবাড়ী থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধারশ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ড Post Views: ৩১ SHARES শেরপুর বিষয়: