নকলায় ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ আগস্ট বুধবার সকালে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ছাইফুল ইসলামের ছেলে সুহেল মিয়া (৪৫) ও গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে জাফর উদ্দিন (২১)।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় এসআই সবুজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুহেল মিয়ার দেহ তল্লাসী করে ১০ পিস ও জাফর উদ্দিনের দেহ তল্লাসী করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ওই ঘটনায় নকলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।