নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জুয়ারি নিহত ॥ গ্রেফতার ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইজ্জত আলী (৩৬) নামে এক জুয়ারি নিহত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ইজ্জত আলী স্থানীয় আব্দুস সালামের পুত্র। ওই ঘটনায় একই গ্রামের সোহাগ মিয়া (২৭), মাজু মিয়া (২৬), হাসিম (৩০) ও চরবসন্তী পূর্বপাড়া গ্রামের ইসলাম মিয়া (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামের জনৈক রুস্তম আলীর বাড়িতে দীর্ঘদিন যাবত রাতের বেলায় জুয়ার আসর চলছিল। মঙ্গলবার রাতে অন্যান্য জুয়ারিদের সাথে টাকা-পয়সা নিয়ে বাকবিতন্ডা শুরু হলে সবাই মিলে ইজ্জত আলীকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বাড়িতে পৌঁছে দেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত ইজ্জত আলীর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে নকলা থানায় একটি মামলা দায়ের করেছে। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। Related posts:নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ প্রদানশেরপুরে ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্ভোধনঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ Post Views: ৩৯৯ SHARES শেরপুর বিষয়: