শেরপুরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২২

শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগসহ দূরারোগ্য ৬টি ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা বিভাগের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, কেউ যাতে বিনা চিকিৎসায় না থাকে সেজন্য সরকার অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে আসছে। আশা করি এ সহায়তা নিয়ে অসহায় মানুষেরা উপকৃত হবেন।
জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন ৫৩ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।