নেত্রকোনায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ নেত্রকোনা প্রতিনিধি : সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে নেত্রকোনায় জেলার সকল কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মইনউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসারগণসহ সকল সরকারি অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পল্লী বিদ্যুৎ এর পরিচালক মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল ধরনের সেবা পৌঁছে দেয়া কর্মকর্তাদের দায়িত্ব। এছাড়াও জেলার বিভিন্ন দফতরের সমস্যা সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি। Related posts:জামালপুরে তরুণীর লাশ উদ্ধারঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দনসেন্টমার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফন পরে সড়ক অবরোধ Post Views: ২২৬ SHARES সারা বাংলা বিষয়: