জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, ইসকন শেরপুরের সহ-সমন্বয়ক প্রভু জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রমুখ।
এছাড়া এদিন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা উপবাসব্রত পালন, মন্দিরে পূজা অর্চনা ও প্রার্থনা করেন।