নালিতাবাড়ীতে শোকাবহ ১২ই আগষ্ট পালিত

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শোক, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোকাবহ ১২ই আগষ্ট পালিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা প্রতিরোধ যোদ্ধা পরিষদের আয়োজনে বুধবার ১২ আগস্ট বিকালে পৌর শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত শোক দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পরে শহীদের আত্নার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চে বাংলাদেশ প্রতিরোধ যোদ্ধা পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সংগঠনের সভাপতি মোঃ ফজলুল হক অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ আগষ্ট ঢাকা হতে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থানার অদুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ৪ সহযোদ্ধা বৌদ্ধনাথকর, জসিমুদ্দিন, গৌরাঙ্গ পাল, বাহাদুর শাহ এবং ছাত্র নেতা শংকর সাহা ও মাইক্রোবাসের চালক তোফাজ্জল হোসেন নিহত হন। এই ৬ জনের স্মরনে প্রতি বছর ১২ আগষ্ট দিবসটি শোক দিবস হিসাবে পালন করা হয়।