শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে বিআরডিবির চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ নকলা প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় তিন বীর মুক্তিযোদ্ধার মাঝে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত বীর মুক্তিযুদ্ধা প্রকল্পের সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান সুবিধা ভোগী ৩ মুক্তিযোদ্ধার হাতে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের তিনটি চেক তুলে দেন। ওইসময় উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা বিআরডিবি অফিসার (ইউআরডিও) মো. মোশাররফ হোসেনসহ সুবিধা ভোগী মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। সহজ ঋণ প্রাপ্ত সুবিধা ভোগী মুক্তিযোদ্ধারা হলেন- উপজেলার নারায়নখোলা গ্রামের মৃত মমিন সরকারের ছেলে মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান, গনপদ্দী ইউনিয়নের খারজান গ্রামের মৃত জামিন শেখের ছেলে মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের আব্দুস সামাদের ছেলে মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন। Related posts:শেরপুরে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামাননকলায় বিনামুল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণশেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ বিজয় Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: