আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের ইনস্টাগ্রামে শনিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এই ঘোষণা দেন তিনি। ইনস্টাগ্রামে ধোনি লেখেন- ‘ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই পোস্টকেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা হিসেবে জেনে নিন।’ ধোনি টেস্ট ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছিলেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতেও নিয়মিত ছিলেন না। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বললেন। তবে আইপিএলে ঠিকই খেলবেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। ভারতের হয়ে সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে খেলেছিলেন ধোনি। ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক ধোনির। এর এক বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। তারপর টি-টোয়েন্টির পথচলা এক বছর পর। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে সবচেয়ে সফল ছিলেন ধোনি। করেছেন ১০৭৭৭ রান। ৩৫০ ওয়ানডেতে ১০ সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার একজন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ভারতের হয়ে তিনি খেলেছেন ৯০ টেস্টে। যেখানে ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে রান ৪৮৭৬। ব্যক্তিগত সর্বোচ্চ ২২৪। টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচ খেলেছেন মাহি। ৩৭.৬০ গড়ে ১৬১৭ রান তুলেছেন তিনি। Related posts:এশিয়া কাপে বাংলাদেশের সেরা বোলার যারাবিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কারও নাম নেই : পাপনআজ রাতেই হচ্ছে পিএসজিতে মেসির অভিষেক! Post Views: ৩৮৯ SHARES খেলাধুলা বিষয়: