শ্রীবরদীতে রক্তসৈনিকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার উপজেলারনতুন গরুহাট সংলগ্ন এক প্রান্তিক কৃষকের জমিতে ওই বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। ওইসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান জিসান, শ্রীবরদী রক্তসৈনিকের সভাপতি সাজিদ হাসান শান্তি উপস্থিত ছিলেন।
ওইসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী রক্তসৈনিকের সদস্য কামরুল হাসান বিদ্্ুযৎ, কামরুল হাসান শান্ত, রাকিব, জাহিদুল ইসলাম জাহিদ, রুমান, মুকরামিন, শাহিন, রাশেদ, মামুন, আশরাফুল, পিকেএস দিপন, আশরাফুল আলম, সিহাব, সাব্বির, পরশমনি বিশ্বাস, পিজুস, আসলাম ও কবির উপস্থিত ছিলেন।
জানা যায়, শ্রীবরদী রক্তসৈনিকের উদ্যোগে এ মাসে উপজেলার বিভিন্ন স্কুলে ১০০০টি বিভিন্ন প্রকারের গাছ লাগানো হবে।