ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের উদ্যোগে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করেন। ওইসময় উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। Related posts:নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ঝিনাইগাতী থানার নবাগত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের যোগদান Post Views: ৩২৩ SHARES শেরপুর বিষয়: