ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। সঞ্চালনায় করেন বিংস প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর লিনা জাম্বিল, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু প্রমুখ। ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম। সভায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়।