শেরপুরে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর শহীদদের প্রতি শেরপুরের শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি জানান সংগঠনের সভাপতি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আরিফ রেজা।

ওইসময় জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, দপ্তর সম্পাদক আঃ হামিদ, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মহান বিজয়ের ৫০ বছরের সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়, এ সময় জেলা প্রশাসক মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা মুক্তি যোদ্ধা সংসদ, পৌরসভা, জেলা আওয়ামীলীগ, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি স্টেডিয়ামে শারিরীক কসরত ও কুচকাওয়াজ, শহীদ মুক্তিযুদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মর্ধনা, দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে প্রধানমন্ত্রী কর্তৃক সম্বৃদ্ধ দেশ গড়ার শপথ ও সব শেষে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করছে।