ঝিনাইগাতীতে ম্যালেরিয়া নির্মূলে ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বেসরকারী সংস্থা র‌্যাসডো’র আয়োজনে ম্যালেরিয়া নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে রাংটিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় ম্যালেরিয়া নির্মূলে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, র‌্যাসডো’র উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে ম্যালেরিয়া থেকে পরিত্রান ও কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক পিও সুবোধ চন্দ্র রায়, ল্যাবরেটরী টেকনিশিয়ান মোঃ আশরাফুল ইসলাম, পিএ বেলাল মিয়া এবং ওই এলাকার স্বাস্থ্যকর্মী বিথীকা কোচ প্রমুখ। সভায় শিক্ষক, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ২০ জন অংশ গ্রহণ করেন।