২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নকলায় যুবলীগের আলোচনা সভা ও মিলাদ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রবার বাদ জুম্মা নকলা পৌর শহরের জালালপুর আল জামিয়াতুল মাদানিয়া কওমি মাদরাসা মিলনায়তনে আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখা আয়োজিত ই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা উম্মে কুলছুম রেনু, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, যুবলীগ নকলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।