দেশব্যাপী ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শেরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বিকেলে শহরের ডিসি উদ্যানের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. হাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী জুবায়ের ইবনে সালেহ, কাজী আবুজর মো. আল-আমিন, সদর উপজেলার মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোর্শেদ আলম। ওইসময় বক্তারা বলেন, ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের একান্ত প্রয়োজন। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শারিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি। ধর্ষণ প্রতিরোধে এই আইনের প্রচলন করা গেলে শিশু আছিয়ার মত কেউ ধর্ষিতা হবে না। মানববন্ধনে অন্যান্যের মধ্যে নালিতাবাড়ী ওলামা দলের সভাপতি হাফেজ মো. আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মৌলভী মো. আব্দুল আলীম, ঝিনাইগাতী উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রবিউল ইসলাম রুবেল, নকলা উপজেলার মাওলানা নুরুল আলম, শ্রীবরদী উপজেলার আহ্বায়ক হাফেজ মাসুদুর রহমান, কাজী আবু তাহেরসহ জেলা-উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ধানশাইল ও নলকুড়া ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুর পৌরসভায় আ’লীগের মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর, আহত-১ Post Views: ৬৪ SHARES শেরপুর বিষয়: