আবারও ইমরানের হাত ধরে কোটিপতি সাফা কবির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯ বিনোদন প্রতিবেদক : ইমরানের গানও অনেক গানই কোটির মাইল ফলক ছুঁয়েছে। সেই ধারাবহিকতায় সম্প্রতি তার গাওয়া আরও একটি গান কোটি ভিউ হয়েছে। গানটির নাম ‘আমার কাছে তুমি অন্যরকম’। এই গানের ভিডিওতে মডেল হয়েছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী সাফা কবির। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে সিএমভির ব্যানারে প্রকাশিত হয়েছিলো গানটি। প্রকাশের ৬ মাসের মধ্যেই কোটিবারের বেশি ভিউ হলো গানটির। এই গান কোটির মাইল ফলক ছুঁয়ে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাফা কবির। ইমরানও তার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন এবং সুর করেছেন নাজির মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মজার ব্যাপার হলো ইমরানের হাত ধরে দ্বিতীয়বারের মতো কোটিপতি হলেন সাফা কবির। এর আগে ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ গানেরও মডেল ছিলেন সাফা। ইউটিউবে এই গানটির ভিউ হয়ে গেছে ২ কোটি ৭৩ লাখেরও বেশি। Related posts:মারা গেছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সিনেমা হল খুলতে পারে ১৬ অক্টোবরআ.লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে নূর-তারানাসহ একঝাঁক তারকা Post Views: ২৫১ SHARES বিনোদন বিষয়: