ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, ওসি আবু বকর ছিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজীৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণিল আতশবাজি প্রদর্শন অনুষ্ঠিত হয়। অপরদিকে, ঝিনাইগাতী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি শ্রী বিরেন্দ্র জন্দ্র রায়, সহ-সভাপতি শ্রী কিরন চন্দ্র রায়, বাবু জীবন কুমার চক্রবর্তী, প্রমোদ চন্দ্র রায়, সুমিল চন্দ্র রায়, শ্রী প্রদীব দত্ত গুপ্ত, গোপাল সেন গুপ্ত, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক শ্রী পলাশ চন্দ্র চক্রবর্তীসহ আরো অনেকেই। এছাড়াও উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।