শেরপুরে আরও ৬ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৪২৭, সুস্থ ৩৪৫

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষায় ওই ৬ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সদর ও শ্রীবরদীতে ২ জন করে এবং নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪২৭ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৪৫ জন। আর ৮ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত আক্রান্ত ৪২৭ জনের মধ্যে শেরপুর সদরে ২১১, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৭, ঝিনাইগাতীতে ৩৭ ও শ্রীবরদী উপজেলায় ৩৮ জন রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৫০৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৪৬৪ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৪০ জনের।