শেরপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বজ্রপাতে রুবেল মিয়া (২৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে সদর উপজেলার ধলাকান্দা চান্দেরনগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রুবেল স্থানীয় জয়নাল আবেদিনের ছেলে।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক কৃষকের আমন ক্ষেতে কৃষিশ্রমিকের কাজ করে বাড়ি ফিরছিল রুবেল। ওইসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে রুবেল গুরুতর আহত হয়। পরে স্বজনেরা উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।