শেরপুরে ৭ অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীদের মাঝে অনুদান প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেলেন ৭ অসচ্ছল, দু:স্থ্য, অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে জানান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ২০১৯-২০২০ অর্থবছরে শেরপুরের ৭ জন অসচ্ছল, দু:স্থ্য, অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। তারা হলেন সাবেক ফুটবলার ও রেফারী মো. জিন্নত আলী, মজিবুর রহমান, গোলাম মোস্তফা, জাকির হোসেন জাক্কু, ক্রিকেট কোচ মোখলেছুর রহমান স্বপন, নারী ক্রিকেটার রুমা আক্তার ও রূপা আক্তার। প্রত্যেককে প্রতি মাস ২ হাজার টাকা হারে এক বছরের এককালীণ অনুদান হিসেবে ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেয়ে রেফারী ও সাবেক ফুটবলার মজিবুর রহমান বলেন, আমাদের মতো দেশে যারা খেলাধুলা করেন কিংবা খেলাধুলার সাথে জড়িত থাকেন তারা বেশীরভাগই বৈষয়িক বিষয়ে খুব মনোযোগী হন না। আবার অনেকেই দরিদ্র পরিবার থেকে ওঠে আসেন। যে কারণে অনেকক্ষেত্রেই আর্থিকভাবে দৈন্যতা থাকে। এ ধরনের অনুদান ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী, ক্রীড়া সংগঠকদের খেলাধুলার সাথে আরো সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। সরকারের এটি একটি মহৎ উদ্যোগ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের আনন্দ উৎসব উদযাপনঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক Post Views: ২৮৩ SHARES শেরপুর বিষয়: