শেরপুরে অনুমোদনবিহীন হাসপাতাল সীলগালা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালটি সীলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের উপস্থিতিতে ওই হাসপাতালটি সীলগালা করা হয়।
জানা যায়, শেরপুর শহরের নারায়ণপুর এলাকায় জেলা সদর হাসপাতাল সড়কের সাবেক জেনী জেনারেল (প্রাঃ) হাসপাতালের ভবনটিতে জনৈক রেজাউল করিম জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই গড়ে তুলেন জিনিয়া জেনারেল (প্রাঃ) নামে একটি হাসপাতাল। রেজিস্ট্রেশন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালের মালিক পক্ষ বিনা অনুমতিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। অনুমোদনবিহীন এবং যথাযথ কাগজপত্র না থাকায় ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।