শেরপুরে নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নারী রক্তদান সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নিউ মার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারী রক্তদান সংস্থার সভাপতি প্রতিভা নন্দি তিথীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা (রেজি) আরিফুর রহমান, উদিচির সভাপতি সারোয়ার জাহান তপন, সংস্থার উপদেষ্টা এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সংস্থার ফেলো আবুল কালাম আজাদ, আচড়ের পরিচালক সাইফুল আলম শাহীন, সংস্থার উপদেষ্টা এস এম আবু হান্নান, এসডিডি এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা, লেকচার পাবলিকেশনের জোনাল ম্যানেজার উজ্জ্বল কুমার ভদ্র, আজকের তারুন্য সংগঠনের সংগঠক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।