শেরপুর শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ শ্রীবরদী প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে কাওসার নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া গুচ্ছগ্রামে ওই ঘটনা ঘটে। শিশু কাওসার উপজেলার ভায়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। জানা যায়, শিপনের স্ত্রী রোজিনা বেগম শিশু সন্তান কাওসারকে নিয়ে ২০ দিন পূর্বে তার পিতার বাড়ি উত্তর ষাইটকাকড়া গুচ্ছগ্রামে বেড়াতে যায়। বুধবার দুপুরে কাওসার বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। কাওসারকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে খোঁজাখুঁজি শুরুর পর পুকুরের পানিতে কাওসারের লাশ ভাসতে দেখে মা রোজিনা বেগম। ওইসময় রোজিনার চিৎকারে বাড়ির লোকজন গিয়ে পুকুরের পানি থেকে কাওসারকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। Related posts:শেরপুরের বীর বাহাদুরের দাম ১০ লক্ষ টাকাঝিনাইগাতীতে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ ও সার বিতরণশেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার বিতরণ Post Views: ৩৭৭ SHARES শেরপুর বিষয়: