বিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ বিশেষ প্রতিনিধি ॥ বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যা ও নিউজ২৪’র ময়মনসিংহ ব্যুরো প্রধান সৈয়দ নোমানের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে এবং ওইসব ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাংবাদিক ইমরান হাসান রাব্বি, বুলবুল আহমেদ প্রমুখ। ওইসময় বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে আগামী রবিবার শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান প্রেসক্লাব নেতারা। ওইসময় প্রেসক্লাবের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ : প্রধান আসামি গ্রেফতারঝিনাইগাতীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতশেরপুরে ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Post Views: ৪২২ SHARES শেরপুর বিষয়: