মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইগাতীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিনাইগাতীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রনয়ণ এবং দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মেইন রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইগাতী উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।
ওইসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতী উপজেলা কমান্ডের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক ও নলকুড়া ইউপি সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, চট্টগ্রামের বাশখালিতে এমপি মোস্তাফিজুর রহমান এর নিজস্ব ক্যাডার বাহিনীর দ্বারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের উপর আক্রমণ, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এবং তার কন্যা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে আহত করায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।