নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

নকলা প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল লতিফ (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে ওই ঘটনা ঘটে। তিনি নকলা পৌর শহরের বাজারদী গ্রামের বাসিন্দা ও মৃত আবেদ আলীর পুত্র। তার অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তার উপর হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।
জানা যায়, আব্দুল লতিফ শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে কায়দা-বাজারদি গোরস্থান সংলগ্ন পাকা রাস্তার ওপর কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসীর এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।