ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন আলীম আল রেজা নিক্সন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে গভর্নিং বডির এক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। সেই সাথে আজ ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ওই কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক (জীব বিজ্ঞান) আলিম আল রেজা নিক্সনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় গত ৯ জুলাই ২০২০ ইং তারিখে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ওই কলেজে তদন্তে যান। তদন্তে অধ্যক্ষ খলিলুর রহমান সন্তুষজনক কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। এছাড়াও এলাকাবাসী অধ্যক্ষের অনিয়ম দূর্নীতির বিচার চেয়ে গত ১৬ জুলাই ঝিনাইগাতী উপজেলা পরিষদের সম্মুখে এক মানববন্ধন করেন। ওই সময় থেকে অধ্যক্ষ খলিলুর রহমান কলেজের দাপ্তরিক কাজ থেকে বিরত থাকেন। এতে কলেজের দাপ্তরিক কাজ করতে শিক্ষকসহ ছাত্র/ছাত্রীদের নানান সমস্যা দেখা দেয়। কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম জানান, অধ্যক্ষ খলিলুর রহমানকে বেশ কয়েকবার গভর্নিং বডির পক্ষ থেকে কলেজের দাপ্তরিক কাজ সারার জন্য পত্র প্রদান করা সত্ত্বেও তিনি কলেজে না এসে গা-ঢাকা দিয়েছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সিনিয়র সহকারী অধ্যাপক (জীব বিজ্ঞান) আলিম আল রেজা নিক্সনকে দায়িত্ব প্রদান করা হয়। ওই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাদশা জানান, তার বিরুদ্ধে অভিযোগ থাকায় গভর্নিং বডি বিধি মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। Related posts:নালিতাবাড়ীতে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণঝিনাইগাতীতে করোনা সচেতনতায় তৎপর উপজেলা প্রশাসন ॥ সেনাবাহিনী ও র্যাবের টহল জোরদারশেরপুরে যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন Post Views: ৩৯৯ SHARES শেরপুর বিষয়: