জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরে ভাতিজার আঘাতে চাচীর মৃত্যু

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা সুজনের আঘাতে লেবুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা চাচী মারা গেছেন। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত লেবুজা স্থানীয় গুলমাহমুদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একখন্ড জমি নিয়ে দেবর নুরল ইসলামের ছেলে সুজনের (৩৫) সাথে লেবুজা বেগমের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে রবিবার দুপুরে ২ পরিবারের মধ্যে ঝগড়া লাগে। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হলে সুজন চাচীকে চড়-থাপ্পর মেরে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে লেবুজা বেগম জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।