জামালপুরে এক রিকশাচালকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শহরের চালাপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাইপাস সড়ক সংলগ্ন নিজ বাসার ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে থাকা আলম হোসেন (৩৮) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। স্থানীয় আব্দুস সাত্তারের ছেলে তিনি। আজ শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশাচালক আলম হোসেন জামালপুর শহরের চালাপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাইপাস সড়ক সংলগ্ন নিজ বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। শনিবার ওই বাসায় তার পরিবারের কেউ ছিলেন না। আগে তিনি জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে মুদি দোকানের ব্যবসা করতেন। সম্প্রতি ব্যাটারিচালিত একটি নতুন রিকশা কিনে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি।
আজ শনিবার দুপুরে তাকে রিকশা নিয়ে বাসায় ফিরতে দেখেছেন স্থানীয়রা। বিকেল সাড়ে ৪টার দিকে আলমের ঘরের দরজা খোলা এবং ঘরের ধর্ণার সাথে গলায় রশিবাঁধা অবস্থায় তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। দিনের বেলা নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আলমের মৃত্যুর ঘটনা জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।