বকশীগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে ডোবার পানিতে ডুবে টুম্পা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুম্পা ওই এলাকার আষারু মিয়ার মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, পরিবারের অগোচরে বাড়ির পার্শ্বে ডোবার পানিতে পড়ে যায় শিশু টুম্পা। পানিতে ডুবে সে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:আমাদের গণতন্ত্র আমাদেরকেই ঠিক করতে হবে: পররাষ্ট্রমন্ত্রীসীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় হাতিজুয়া খেলতে নিষেধ করায় গলাটিপে হত্যা Post Views: ৩১০ SHARES সারা বাংলা বিষয়: