শেরপুরে পাসপোর্ট ভবনের জমি অধিগ্রহণের চেক বিতরণ ও দখল হস্তান্তর অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের যাবতীয় কার্যক্রম নির্বাহের জন্য পৃথক ভবন নির্মাণের উদ্দেশ্যে অধিগ্রহণকৃত ভূমির মালিককে ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ ও দখল হস্তান্তর করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা এলাকায় ভবন নির্মাণের স্থানে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন এবং পাসপোর্ট অধিদপ্তর, শেরপুর এর উপসহকারী পরিচালকের হাতে দখল হস্তান্তর করেন। ওইসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ। Related posts:ঝিনাইগাতীতে প্রতিবন্ধী আব্দুল করিমের বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছাত্রলীগ নেতা শাওনধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধনশেরপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী দিলেন শ্রমিক নেতা আরিফ রেজা Post Views: ৩৯৪ SHARES শেরপুর বিষয়: