শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

রাজাদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদার সাথে ওই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু। ওইসময় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


ওইসময় বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী, মানবতার মা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।